জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের মালিক শাহজাহান (৫০)কে কুপিয়ে গুরুতর জখম করেছে এক সশস্র দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হেলমেট পরিহিত এক যুবক সোনালী ব্যাংকের নিচে অবস্থিত তার অফিস কক্ষে রাম দা নিয়ে ঢুকে মাথা ও মুখমণ্ডলে কুপিয়ে গুরুতর জখম করে। আহত শাহজাহানের অফিস রুমে জমাট রক্ত ও একটি হেলমেট পরে থাকতে দেখা যায়।
ওই মার্কেটের ব্যাবসায়ী ও স্থানীয় লোকজন জানান, অফিস রুমে পড়ে থাকা হেলমেট টি ওই দুর্বৃত্তের হতে পারে। আহত শাহজাহানকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২