January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 12:19 pm

ঈশ্বরগঞ্জে সমবায় দিবস পালিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিযুক্ত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট মহাপরিচালক অতিরিক্ত সচিব ও সাবেক সমবায় অধিদপ্তরের প্রাক্তন নিবন্ধক আমিনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম ফরিদউল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।