গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার রাতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ছয় উইকেট ও নয় উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে স্বাগতিকদের ঘরের মাঠে ধবলধোলাই করল তামিম ইকবাল বাহিনী।
দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটের কল্যাণে সফরকারীদের ১৭৮ রানে আটকে রাখেন টাইগার বোলাররা।
তাইজুলের ২৮ রানে পাঁচ উইকেট বাংলাদেশি স্পিনারের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড। আগের সেরা আব্দুর রাজ্জাক ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিকোলাস পুরানের ৭৩ রানের লড়াকু ইনিংসে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের স্পিনাররা স্বাগতিক ব্যাটসম্যানদের খুব স্বাচ্ছন্দে খেলতে দেননি। নাসুম ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট। মোসাদ্দেক এক উইকেট পেলেও ১০ ওভারে মাত্র ২৩ রান দেন।
জবাবে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অর্ধশত, তামিম ইকবালের ৩৪ এবং নুরুল হাসানের ৩২ রানের ওপর ভর করে ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
স্বাগতিকদের বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেন।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও