কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির-১০ এর এইচ/৩২ ব্লকে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে এই বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটে।
নিহত বশির উল্লাহ উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির-১০ এলাকার ফজু মিয়ার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
ওসি জানান, এ সময় বশির উল্লাহ মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম