অনলাইন ডেস্ক :
মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে। কবি, গীতিকার ও জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিলেন। ফলে এই প্ল্যাটফরমে তাঁকে অনুসরণ করতে শুরু করেন লাখ লাখ অনুসারী। সম্প্রতি আকস্মিকভাবেই মারজুক রাসেলের অ্যাকাউন্টটি ফেসবুক দুনিয়া থেকে উধাও হয়ে যায়। এ বিষয়ে মারজুক রাসেল বলছেন, মূলত একাধিক রিপোর্ট পড়ায় অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। মারজুক রাসেল বলেন, ‘আকস্মিকভাবেই আমার ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। এর কারণ হিসেবে মনে হচ্ছে, একাধিক রিপোর্ট করা হয়েছিল ওই অ্যাকাউন্টে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি। ’ মারজুক রাসেল গীতিকার, তুমুল জনপ্রিয় গান লিখে গেছেন। আসিফের ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘ও আমার পাগলা ঘোড়া রে’, ‘জেমসের গাওয়া তেরো নদী সাত সমুদ্দুর’, ‘হাউজি’, ‘মীরাবাঈ’,‘আমি ভাসবো যে জলে’, ‘মান্নান মিয়ার তিতাস মলম’, হাবিব ও ন্যান্সির ‘বাহির বলে দূরে থাকুক’, এসব জনপ্রিয় গানগুলো মারজুক রাসেলের লেখা। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৪ সালে মারজুক রাসেল অভিনয়ে অভিষিক্ত হন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। ’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব