March 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 26th, 2025, 2:20 pm

উহানের ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি করোনা চীনের : সিআইএ

অনলাইন ডেস্ক:

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) বলছে, কোভিড-১৯ ভাইরাস চীনের উহানের একটি ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা প্রাকৃতিক উৎসের তুলনায় বেশি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, র‌্যাটক্লিফ সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংস্থাটি এই নতুন মূল্যায়ন করেছে। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এর উৎপত্তি নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো হবে তার প্রধান কাজ।

তিনি আরও বলেন, ‘সিআইএ এবার নীরবতা ভেঙে কাজ শুরু করবে’। র‌্যাটক্লিফ বিশ্বাস করেন, ভাইরাসটি উহানের ভাইরোলজি ইনস্টিটিউট থেকেই ছড়িয়েছে।

শনিবার সিআইএর এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা মনে করি, কোভিড-১৯ ভাইরাস গবেষণাজনিত কারণে ছড়ানোর সম্ভাবনা প্রাকৃতিক উৎসের তুলনায় বেশি, যদিও এটি কম আস্থার সাথে বলা হচ্ছে।’

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিআইএ’র এই নতুন মূল্যায়ন আগের সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নসের নির্দেশেই করা হয়েছিল।

এদিকে, কিছু মার্কিন সংস্থা যেমন এফবিআই এবং ডিপার্টমেন্ট অব এনার্জি ল্যাব-লিক তত্ত্ব সমর্থন করছে, তবে গোয়েন্দা মহলের বেশিরভাগ সদস্য প্রাকৃতিক উৎসের তত্ত্বকেই সমর্থন করছে।

ল্যাব-লিক তত্ত্ব

ল্যাব-লিক তত্ত্বের সমর্থকরা বলেন, কোভিড-১৯ ভাইরাসটি চীনের উহানে অবস্থিত একটি গবেষণাগারের মাধ্যমে ছড়িয়েছে।

এর পক্ষে যুক্তি হিসেবে বলা হয়, উহান শহরটি করোনাভাইরাস গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ভাইরাসটি সেখানে দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়তে পারে। বিশেষত, উহানের ভাইরোলজি ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানে করোনাভাইরাস গবেষণা করা হচ্ছিল এবং এখানে ভাইরাসটি দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।

প্রাকৃতিক উৎসের তত্ত্ব: অন্যদিকে, প্রাকৃতিক উৎসের তত্ত্ব অনুসারে কোভিড-১৯ ভাইরাসটি বাদুর বা অন্যান্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে।

এই তত্ত্বের সমর্থকরা বলছেন, ভাইরাসটি প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে, এবং এটি সাধারণত জীবজগতের মধ্যে ঘটে থাকে।

ল্যাব-লিক তত্ত্বের সমর্থকরা উল্লেখ করেন, উহান শহরটি করোনাভাইরাস গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাদুরের প্রাকৃতিক আবাসস্থল থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর ফলে তাদের মত, ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

সূত্র : বাসস