January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:39 pm

উ. কোরিয়ার পারমাণবিক কেন্দ্রে বেড়েছে ব্যস্ততা

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রমে হঠাৎ তোড়জোড় বেড়েছে। স্যাটেলাইটের ধারণ করা ছবি দেখে গত শনিবার এমন দাবি করেছে মার্কিন থিংক ট্যাংক। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্রাগার আরও সমৃদ্ধের আদেশ দেওয়ার পর এ কথা জানায় ওয়াশিংটন। মার্চের ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত অঞ্চলটির ছবি ধারণ করে ‘৩৮ নর্থ’ নামক ওয়াশিংটনভিত্তিক উ. কোরীয় পর্যবেক্ষণ প্রকল্প। প্রকল্পটির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশটির ইয়ংবিয়ন পারমাণবিক অঞ্চলের একটি প্রকল্পের কাজ শেষ হওয়ায় তা ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। এছাড়াও অঞ্চলটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে নতুন প্রকল্প শুরু করেছে পিয়ংইয়ং। গত মঙ্গলবার এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করতে নিউক্লিয়ার ওয়ারহেডসহ আরও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ধারাবাহিক যৌথ সামরিক মহাড়ার নিন্দা জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভা-ার আরও দ্রুত সমৃদ্ধ করতে দূর পাল্লার অস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কিম। পিয়ংইয়ংকে পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করতে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সূত্র: রয়টার্স