February 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 14th, 2024, 10:18 pm

এইচএসসিতে পুনর্নিরীক্ষণ আবেদন ৬৬ হাজার, ফল পরিবর্তন মাত্র ৭১ জনের

নিজস্ব প্রতিবেদক:
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৭১ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩২ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। নতুন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা পূর্বে এ গ্রেড বা এ মাইনাস পেয়েছিলেন। বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এর আগে, প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৬৬ হাজার শিক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করেন। এতে ৭১ জনের ফল পরিবর্তন এসেছে।

প্রকাশিত ফলাফলের তথ্যমতে, এ থেকে এ প্লাস পেয়েছেন ১৭ জন, এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ১৬ জন, এফ থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ৩২ জন। বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ড ১৫ অক্টোবর যে ফলাফল ঘোষণা করে সেটি মানতে পারেননি ৬৬ হাজার পরীক্ষার্থী। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী এ আবেদন করেন। এর অর্ধেকের বেশি আবেদন পড়ে ইংরেজিতে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়ে। গণহারে ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন পড়লেও ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র ৭১ জনের।

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। এবার ৬৬ হাজার পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ৩২ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিলেন।

তিনি আরও বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেওয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান সপ্তম। যশোর শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৪.২৯ শতাংশ। যশোর শিক্ষাবোর্ড থেকে এ বছর এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে পাস করেছেন ৭৮ হাজার ৭৬৪ জন। এ বছর যশোর বোর্ডে ৩১ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন।