নিজস্ব প্রতিবেদক:
নেটফ্লিক্সের নিজস্ব প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এক্সট্রাকশন’। এটি ২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায়। মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক সিনেমাটি দেখেন। যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড। চমক তৈরি করা এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি তৈরির গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। অবশেষে নিশ্চিত হওয়া গেল, ক্রিস হেমসওর্থ অভিনীত এ সিনেমাটির নতুন পর্ব আসতে চলেছে। ‘এক্সট্রাকশন টু’ আসছে খুব শিগগিরই, শনিবার এমন ঘোষণাই দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানে বার্তা দেয়া হয়েছে, ঢাকার নদী বুড়িগঙ্গায় পড়ে যাওয়া ক্রিস হেমসওর্থ অভিনীত টাইলার চরিত্রটি মারা যায়নি। তিনি ফিরে আসছেন ‘এক্সট্রাকশন টু’-তে। গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলারকে শনিবার প্রকাশিত টিজারে নদীর তলদেশ থেকে উঠে আসতে দেখা গেল। হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্রাকশন টু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। তবে ‘এক্সট্রাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অবশ্য বেশ কিছু গণমাধ্যম দাবি করছে, এবার টাইলারকে দেখা যাবে নতুন কোনো দেশে নতুন কোনো সমস্যার মোকাবিলা করতে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত