January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 31st, 2024, 8:12 pm

এক ফ্রেমে বর্ষীয়ান সব তারকা

অনলাইন ডেস্ক :

অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তিরা মেতে উঠেছেন ঘরোয়া আয়োজনে। আর তাই সম্প্রতি প্রাণবন্ত আড্ডার মাঝে এক ফ্রেমে ক্যামেরা বন্দি হতে দেখা গেল বর্ষীয়ান তারকাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খানের বাড়িতে বসে ঘরোয়া পরিসরে এক প্রাণবন্ত আড্ডা। যেখানে উপস্থিত সব তারকারই বয়স ছিল ৭০-এর উপর। টানা পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর এমন একটি ঘরোয়া আড্ডার তারিখ চূড়ান্ত করেন। শত ব্যস্ততার মাঝে প্রবীণ শিল্পীরাও ভীষণ আগ্রহ নিয়ে সাড়া দেয় এমন আয়োজনে অংশ নিতে।

ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে উপস্থিত ছিলেন দিলারা জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, খায়রুল আলম সবুজসহ আরও অনেকে।শারীরিক অসুস্থতার জন্য আড্ডায় অংশ নিতে পারেননি অভিনেত্রী মীরানা জামান ও ডলি জহুর। তাই আগামী মাসের শেষের দিকে আবারও এমন আয়োজন বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে সবার।