January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 8:50 pm

এক বছরের সন্তানের সারা শরীরে ট্যাটু, ট্রলের শিকার মা

অনলাইন ডেস্ক :

বরাবরই ট্যাটুর শখ আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা সামেইকা মরিসের। পেশায় পোশাক শিল্পী সামেইকা নিজের সারা শরীরেও করিয়ে ফেলেছেন অসংখ্য ট্যাটু। কিন্তু তাই বলে নিজের খুদে সন্তানের গায়ে ট্যাটু! সামেইকার কা- দেখে হতবাক অনেকেই। বছর ঊনত্রিশের সামেইকা মা হয়েছেন ২০২১-এ। সন্তানের নাম রেখেছেন ট্রেলিন। সামেইকা নিজেই স্বীকার করেছেন ট্রেলিনের যখন ছ’মাস বয়স, তখন থেকেই তার গায়ে ট্যাটু করান তিনি। কখনও পেট, কখনও বা হাত-পা, ছোট্ট ট্রেলিনের গায়ে ফুটিয়ে তোলেন অদ্ভুত সব ছবি। ট্যাটু করতে সাহায্য করেন ট্রেলিনের মামাও। তবে এইসব ট্যাটুই অস্থায়ী। কাজেই ট্যাটু আঁকার সময় ব্যথাও হয় না, আবার ইচ্ছে অনুযায়ী তুলেও ফেলা যায়। তবে ট্যাটু অস্থায়ী হলেও নেটমাধ্যমে বিষয়টি পছন্দ করেননি নেটিজেনদের একাংশ। সামেইকা জানিয়েছেন সন্তানের ছবি নেটমাধ্যমে প্রকাশ করার পরই ভয়াবহ ট্রলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। কেউ তাকে মা হিসেবে অযোগ্য বলেছেন, কেউ আবার বলেছেন এ ভাবে মানুষ করলে বড় হয়ে তার সন্তান সমাজবিরোধী হয়ে উঠবে। তবে নেটিজেনদের এ হেন কটাক্ষকে পাত্তা দিতে রাজি নন সামেইকা। তার স্পষ্ট কথা, নিজেদের জীবন কেমন ভাবে কাটাবেন সেই সিদ্ধান্তও নেবেন তারা নিজেরাই।