অনলাইন ডেস্ক :
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। মাঝে অনেকটাই আড়ালে চলে যান তিনি। সেই আড়াল ভেঙে ফিরেছেন গানে। ফিরেই প্লে-ব্যাক দিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় এই গায়ক। প্রায় ১০ বছর পর প্লে-ব্যাক করেছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র টাইটেল গানে। তার এই ফেরাকে অনেকেই বালামের ‘পুনর্জন্ম’ বলছেন। গানটি প্রকাশের পর থেকেই দারুণ ছন্দে এ গায়ক। এবার কানাডা গেলেন এক মাসের সংগীত সফরে। এই সময়ে সেখানকার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে তার। দীর্ঘদিন পর দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত বালাম।
মাসব্যাপী এই সফর প্রসঙ্গে তিনি বলেন, কানাডায় আমার প্রথম কনসার্ট হবে ১২ই আগস্ট টরন্টোতে। ২৬ ও ২৭শে আগস্টের আয়োজন ক্যালগেরিতে, এরপর আগামী ২রা সেপ্টেম্বর মন্ট্রিয়লের একটি কনসার্টে অংশ নেবো। এরপর আবারো টরন্টোসহ বেশকিছু শহরে কনসার্টের আলোচনা চলছে। বালাম জানান, এ মাসে দেশে বেশকিছু কনসার্টের আলাপ চলছিল, কিন্তু কানাডায় আগে থেকেই কমিটমেন্ট দেয়া ছিল। সেপ্টেম্বরে দেশে ফিরে কনসার্টে অংশ নেবেন তিনি। বালাম ছাড়াও কনসার্টে অংশ নিতে কানাডায় গেছেন সাবিনা ইয়াসমিন ও প্রতীক হাসান।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব