February 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 26th, 2025, 4:25 pm

এক সিনেমায় মোশাররফ করিম-রাজ, নায়িকা ফারিণ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
নাটক, ওটিটির পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে তার প্রথম সিনেমাটি ছিল কলকাতার। ‘মানুষ’ নামের এই সিনেমায় তিনি কাজ করেছিলেন ওপার বাংলার অভিনেতা জিতকে নিয়ে। এরপর আফরান নিশোকে নিয়ে তার দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেও পরে সেটির আর আপডেট পাওয়া যায়নি।

নতুন খবর হলো, ‘ইনকিলাব’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। এতে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম এবং শরিফুল রাজ। তারা দুজনেই ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে চমকপ্রদ খবর হলো, এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে সঞ্জয় সমদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। তবে এই পরিচালক জানান, সিনেমাটির নাম ‘ইনকিলাব’ এবং ‘ইনসাফ’ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে।

অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কথাবার্তা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না। ২৮ জানুয়ারি হয়তো একটা আপডেট জানাতে পারব।’ ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘দাগ’সহ বেশ কিছু কাজ করেছেন সঞ্জয় সমদ্দার।
এই জুটির কাজ দর্শকরা বেশ পছন্দও করেছেন।