January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 8:33 pm

এনসিএল টি–টুয়েন্টিতে কে পাবে কত টাকা

ফাইনাল নিশ্চিতের পর ঢাকা মহানগর বিসিবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি হচ্ছে বিপিএলকে সামনে রেখে। বিপিএলের মতো টাকার ঝনঝনানি এই টুর্নামেন্টে না থাকাটাই স্বাভাবিক। তবে টি-টুয়েন্টি লিগগুলোর সঙ্গে অর্থ–কড়ির ব্যাপারটা যেরকম সম্পর্কিত তাতে এই লিগের প্রাইজমানি নিয়ে কৌতূহল জাগাটাই স্বাভাবিক।

এনসিএলের ফেসবুক পেজে বিসিবি এরই মধ্যে জানিয়ে দিয়েছে লিগ চ্যাম্পিয়নদের প্রাইজমানিসহ আরও কিছু পুরস্কারের অর্থমূল্য। জাতীয় লিগ টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ দল ১০ লাখ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ৫০ হাজার টাকা করে।

এনসিএলে এরই মধ্যে দুটি দল ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল ঢাকা মহানগরকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ঢাকা মহানগর আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

গতকাল ফাইনাল নিশ্চিত করেছে রংপুর বিভাগগতকাল ফাইনাল নিশ্চিত করেছে রংপুর বিভাগ

পরশু ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মহানগর। ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া একাদশ বিপিএলকে পাখির চোখ করেই জাতীয় লিগের আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিকেটাররা। এনসিএল টি-টুয়েন্টির পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন।