অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে এরইমধ্যে নাটকে অভিনেত্রী হিসেবে মেধার স্বাক্ষর রেখেছেন সামিরা খান মাহি। এর আগে অনেক অভিনেতার সঙ্গেই কাজ করা হয়েছে তার। তবে এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন অপূর্ব’র বিপরীতে। আর এই দুজনকে একসঙ্গে তুলে এনেছেন নির্মাতা মাইদুল রাকিব। নাটকের নাম ‘কাল থেকে শুরু’। মাইদুল রাকিবের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এই নাটকের মাধ্যমে মাইদুল রাকিবও প্রথমবারের মতো অপূর্বর সঙ্গে কাজ করলেন। মাহি বলেন, অনেক সুন্দর একটি গল্পের নাটক। এমন একটি নাটকে অপূর্ব ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পারলাম বলে ভালো লাগছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত