অনলাইন ডেস্ক :
আসছে ঈদে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এরমধ্যে একটি ‘দেয়ালের দেশ’। এটি পরিচালনা করেছেন মিশুক মনি। সিনেমায় বুবলীর নায়ক শরীফুল রাজ। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছে। এ সিনেমাটি ব্যতিক্রম। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। বিশেষ করে আমার জন্য এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। সেই ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং আমার সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছেন।
আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে ‘দেয়ালের দেশ।’ ঈদে বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমাটির নাম ‘মায়া’। এটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে বুবলীর নায়ক সাইমন সাদিক। আরও রয়েছেন আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত