January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 7:04 pm

এবার অসহায় মায়ের চরিত্র পরীমণি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

১৯৭১ সালে মৃত ঘোষিত সাতমাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মা’। এই সিনেমায় সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। নির্মাণ করতে যাচ্ছেন নাট্য অরণ্য আনোয়ার। যিনি ধারাবাহিক নাটক ‘আমাদের নুরুলহুদা’ নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন। পরিচালক নিজেই গণমাধ্যমে তার নতুন ছবিতে পরীমণির নায়িকা হওয়ার কথা জানিয়েছেন। পরিচালক জানিয়েছেন, সিনেমাটিতে পরীমণি চূড়ান্ত। তবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও সিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন তিনি। নতুন ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণিও। তিনি জাানন, ছবিটির গল্প আমার খুবই পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’ ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই জানানো হবে অন্য কলা-কুশলীদের নাম।