January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 7:36 pm

এবার একসঙ্গে মিঠুন-দেব-সোহম

অনলাইন ডেস্ক :

কলকাতার বাংলা সিনেমাকে বাণিজ্যিক ভাবে সফল করতে দুটি পন্থা বেছে নিয়েছেন প্রযোজকেরা। প্রথমত,ইন্ডাস্ট্রির ভেতরে কোনো বৈষম্য না রেখে মিলেমিশে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত, সিনেমায় জনপ্রিয় তারকাদের রাখা। যাঁদের জন্য দর্শকরা সিনেমাটা দেখবে বেশি। এবার সেই পথেই হাঁটছেন অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তী। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় দুই নায়ক দেব এবং সোহমকে। এবার সোহম প্রযোজিত সিনেমায় দেব এবং সোহমকে একসঙ্গে আবার দেখা যাবে। সঙ্গে রয়েছে আরও চমক। নতুন সিনেমায় দেব এবং সোহম ছাড়াও নাকি দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

শোনা যাচ্ছে শুটিং ফ্লোরেই নাকি নতুন সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন দুই নায়ক। কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই এই খবর শুনে অবাক। বর্তমানে মিঠুনের পারিশ্রমিক আকাশছোঁয়া। সে ক্ষেত্রে সত্যিই তিনি নতুন সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে নেওয়ার কথা ভাবছেন সোহম? চূড়ান্ত কিছুই জানা যায়নি এখনো। তবে কিছু সূত্র বলছে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। মিঠুন বর্তমানে শুটিং করছেন সুমন ঘোষ পরিচালিত সিনেমা ‘কাবুলিওয়ালা’র।

এ ছাড়াও তাঁকে নিয়মিত‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা যাচ্ছে। আবারও দেবের সঙ্গে নতুন ছবিতে মিঠুনকে দেখা যাবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না। ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, দেবের সঙ্গে মিঠুনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। অন্য দিকে, সোহমের সঙ্গে আগে ছবি করেছেন তিনি। আগামী দিনে এই তিন অভিনেতাকে একই ফ্রেমে দেখা যাবে কিনা শিঘ্রিই জানা যাবে। সূত্র :আনন্দবাজার