January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 29th, 2023, 8:32 pm

এবার এক ফ্রেমে সালমান-রোনালদো

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ গিয়েছিলেন সালমান। এক বক্সিং ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তোলা একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো, এই ছবিতে সালমানের সঙ্গে দেখা গেছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা ভাইরাল ছবিতে সালমানের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজকে। তার পাশেই রোনালদো। ভিভিআইপি সিটে বসে তারা বক্সিং উপভোগ করছিলেন। দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি।

এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা।’ রোববার সকালেই সালমান মুম্বাই ফিরেছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিগ বসের নতুন সিজন নিয়ে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি।’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। খল চরিত্রে আছেন ইমরান হাশমি। সূত্র: হিন্দুস্তান টাইমস