অনলাইন ডেস্ক :
গ্রাম-শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘মেঘনা কন্যা’ সিনেমা। এই সিনেমায় গ্রাম-শহরের দুই নারীর চরিত্রে দেখা যাবে ইয়ামিন হক ববিকে। এ ছাড়া ড্যান্সার হিসেবেও দেখা যাবে তাকে। অন্যদিকে ফজলুর রহমান বাবুকে দেখা যাবে দালাল চরিত্রে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশান ক্লাবে ‘মেঘনা কন্যা’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাজী ফার্মসের ব্যাবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক ফুয়াদ চৌধুরী, প্রযোজক কাজী সাইফুল ইসলাম, নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলাম জাহিদ, অভিনয়শিল্পী ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। এ সময় নির্মাতা সিনেমার গল্প প্রসঙ্গে জানান, চারপাশ ঘেরা মেঘনা নদী, ঠিক তার মাঝখানে, ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম উলানিয়া। শহুরের মেয়ে প্রজ্ঞা এসেছে এই গ্রামে। মনের ভেতর তার মনভাঙার মেঘ, চোখের তারায় মেজাজ হারিয়ে ফেলার ঝিলিক। নাহ, তার একদমই এসব গ্রাম ভালো লাগছে না। কদিন পরেই তার ক্যাম্পাসে আছে অনুষ্ঠান; সেখানে নাচতে চায়…যদিও তার বয়ফ্রেন্ড ব্যাপারটা ভালো চোখে দেখেনি; তাই বয়ফ্রেন্ডের সঙ্গে একেবারের কাটাকুটি! নতুন ছবি নিয়ে ববি জানালেন, নতুন বছরে শুরুতে অনেক সুন্দর একটি কাজ করতে যাচ্ছি। এটা নারী কেন্দ্রীক সিনেমা। আর এই ধরণের সিনেমাগুলো আমাকে বেশি টানে। এই সিনেমায় আমার চরিত্রটাতে অনেক পরিবর্তন আছে। সব ছবির জন্য আমি যেভাবে প্রস্তুতি নেই তার থেকে বেশি নিতে হচ্ছে। এখানে প্রথমে আমি ড্যান্সার থাকি এরপর গ্রামে ফিরে যাই। সেখান থেকে দালালের ক্ষপ্পরে পরে দেশের বাইরে যাই। বলা চলে এটার কাহীনিটা ব্যতিক্রম। আশাকরি সবার ভালো লাগবে। আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত