অনলাইন ডেস্ক :
এনটিভির ঈদ আয়োজনে ‘পালিয়ে বিয়ে’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অন্যরা। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তাঁর সাজ নববধূর। প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও পরে বুঝতে পারে সারিকার আসলেই বিপদ। গল্প নানা বাঁক নিয়ে এই সারিকার স্থান হয় অপূর্বর বাসায়। মা মনে করেন, ছেলে পালিয়ে বিয়ে করেছেন। এরপর নানা নাটকীয়তায় মোড় নেবে গল্প। গতানুগতিক এই গল্প প্রসঙ্গে নির্মাতা বি ইউ শুভর ভাষ্য, ‘মানুষ যে গল্প উপভোগ করে, সেটা নিয়ে কাজ করা হয়েছে। আশা করছি, দর্শক উপভোগ করবেন নাটকটি।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব