অনলাইন ডেস্ক :
ঈশিতার কর্মজীবন বেশ সমৃদ্ধ। অভিনয়, নৃত্যশিল্পী, গায়িকা, লেখিকা সকলগুনে গুনান্বিতা ঈশিতা। ১৯৮৬ সাল থেকে ঈশিতা অভিনয়ের সাথে যুক্ত। নতুন কুঁড়ি টিভি অনুষ্ঠানে শিশু শিল্পী হিসেবে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। এরপর তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। তার পুরো নাম রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি নিতে নৃত্য এবং গান করেন। এছাড়া চাকরি করেন চ্যানেল আইয়ে। ‘টপ মডেল’, ‘ক্ষুদে গানরাজ’ আর ‘সেরা নাচিয়ে’- তিনটি রিয়ালিটি শোর প্ল্যানিংয়ের দায়িত্বে রয়েছেন। ঈশিতার এপর্যন্ত ৭ টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং ২ টি বই প্রকাশিত হয়েছে। এই ঈশিতার মুখে শোনা গেল ঢাকাই চলচ্চিত্রের বন্দনা।
সম্প্রতি তিনি শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি দেখেছেন। আর এরপরেই জানালেন সিনেমার প্রশংসা। সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন জানিয়ে রুমানা রশিদ ইশিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। প্রিয়তমার জন্য শুভ কামনা। প্রিয় হিমেল আশরাফ ভাই অভিনন্দন। আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি। ’ফেসবুক হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে সিনেমা হলের ভেতর থেকে তোলা কয়েকটি ছবিও জুড়ে দিয়েছেন গুণী এই শিল্পী।
এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দেশীয় ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দিয়েছে। ব্যাবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমায় ব্যবহৃত তিনটি গান দীর্ঘদিন পর মানুষের মুখে মুখে ফিরছে। বাংলাদেশে মুক্তির পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের ৪২ টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। মার্কিন মুলুকেও সিনেমার ভালো ব্যবসা হয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব