অনলাইন ডেস্ক :
বেশকিছু দিন ধরেই গুঞ্জন, বলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করে সেই গুঞ্জন যেন আরো উস্কে দিলেন আলিজেহ। যেখানে সবুজ রঙা বিকিনি টপ এবং সাদা প্যান্টে মুগ্ধতা ছড়িয়েছেন আলভিরা ও অতুল কন্যা। আর এবার এই নতুন মুখ পা রাখতে যাচ্ছেন বলিউড সিনেমায়। পিঙ্কভিলা বলছে, আগামী মাস থেকেই সালমানের প্রোডাকশন হাউজের নতুন প্রকল্পের কাজ শুরু করবেন আলিজেহ অগ্নিহোত্রী। যার জন্য প্রায় দুই বছর ধরে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন সালমানের ভাগ্নি। সূত্রটি আরও যোগ করেছেন, ‘সালমান আলিজেহকে খুব পছন্দ করেন এবং সবসময় তার অভিনয়ের প্রশিক্ষণ প্রক্রিয়া ও অগ্রগতি পর্যবেক্ষণ করতেন। এই মুহূর্তে তারা আসন্ন ছবিটির পরিচালক থেকে বাকি কাস্ট পর্যন্ত সবকিছু চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছেন। আসন্ন ছবিটি সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি। সূত্রটি জানিয়েছেন, সবকিছুই গোপন রয়েছে কারণ সালমান নিজেই ঘোষণা করতে চান। তবে জানা গেছে, বলিউডে আলিজেহর ডেবিউ হবে রোমান্টিক ঘরানার ছবির মাধ্যমে। আসন্ন ছবিটি ২০২৩ সালে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত