অনলাইন ডেস্ক :
রঘু ডাকাত রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন টলিউড অভিনেতা দেব। ‘গোলন্দাজ’ সিনেমার সাফল্যের পর আবারো পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। বৃহস্পতিবার সকালে এক টুইটে এই ঘোষণা দেন তৃণমূল সাংসদ দেব। একটি পোস্টার শেয়ার করে দেব লিখেন ‘আজ এ নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনির উন্মোচন- নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ‘রঘু ডাকাত’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা যায়, মেঘের ফাঁক গলে ঝরছে জোছনার আলো। তার নিচে কুড়াল-কাস্তে, ধনুক হাতে দাঁড়িয়ে অগণিত মানুষ। সবার সামনে মশাল হাতে দ-ায়মান সুঠাম দেহের ঝাকড়া চুলের এক সু-পুরুষ। রঘু ডাকাতের নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামেই ছিল ইংরেজদের ‘যম’ রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত হয় এক প্রাচীন কালী মন্দির। নাম তার ডাকাত কালী। পরবর্তীতে রঘু ডাকাতের মন্দির হিসেবেই পরিচিতি লাভ করে। রঘু ডাকাতের অস্তিত্বের প্রমাণ পাওয়া না গেলেও লোক মুখে ঘুরে বেড়ায় রঘু ডাকাতের দুর্র্ধষ সব রোমাঞ্চকর কাহিনি। শোনা যায়, অত্যাচারী জমিদারদের কাছ থেকে লুঠ করে আনা সম্পদ রঘু ডাকাত বিলিয়ে দিতেন গরিবের মাঝে। তার দাপটে কাঁপত ইংরেজরাও। ইতিহাস নির্ভর গল্পের উপর যে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের বিশেষ টান রয়েছে তা তার ফিল্মোগ্রাফি দেখলেই বোঝা যায়। তার প্রথম সিনেমা ‘গুপ্তধনের সন্ধানে’-এর সময় থেকেই বাঙালির ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। ‘রঘু ডাকাত’ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ সিনেমা। এতেও সেই ধারা বজায় রাখলেন ধ্রুব। দেব বর্তমানে প্রেমিকা রুক্মিনি মৈত্রর সঙ্গে ছুটি কাটাচ্ছেন আইসল্যান্ডে। ভারতে ফেরার পর শুরু হবে সিনেমাটির লুক টেস্টের কাজ।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব