অনলাইন ডেস্ক :
সরকারি বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন মডেল ও অভিনেতা নিরব। কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কিছুদিন তাকে শুটিংয়ে দেখা যায়নি। নিরব জানান, বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস। বিজ্ঞাপন নিয়ে নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’
তিনি আরো বলেন, ‘তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপন। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের পরামর্শ দেওয়া হবে।’ বিজ্ঞাপনটি খুব শিগগিরিই টেলিভিশনে প্রচার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু