January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 7:40 pm

এবার সড়ক দুর্ঘটনা রোধে গাইলেন তাবিব

অনলাইন ডেস্ক :

রাজধানীতে বাস চাপায় নিহত কলেজ শিক্ষার্থী’, ‘ট্রাকের চাপায় নিহত পথচারী’, ‘বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের’ এ শিরোনামগুলো এখন প্রতিদিনকার খবর। খবরের কাগজ খুললেই চোখে পড়বে কয়েকটি দুর্ঘটনার কথা। রাস্তায় হাঁটতেও যেন সড়ক দুর্ঘটনার আতঙ্ক নিয়ে হাঁটতে হয়। একদিকে ড্রাইভারদের প্রতিযোগিতা আর বেপরোয়া গতি, অন্যদিকে জনসাধারণের মাঝে সচেতনতা না থাকায় দিনের পর দিন সড়কের বিশৃঙ্খলা ক্রমশ বেড়েই চলছে। এবার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তাবিব মাহমুদ গেয়েছেন প্রতিবাদী গান ‘থামাও গতি’। র‌্যাপের তালে গানের প্রতিটি লাইনে লাইনে তুলে ধরছেন সড়ক দুর্ঘটনার কারণ এবং করুণ পরিণতির হাহাকার; রয়েছে সমাধানে বিভিন্ন কথাও। শনিবার সন্ধ্যা ৭টায় ’থামাও গতি’ শিরোনামে গানটি ব্ল্যাক বোর্ড মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গানটির কথা ও সুর করেছেন তাবিব মাহমুদ নিজেই এবং মিউজিক কম্পোজিশন করেছেন শুভ্র সাহা। জনপ্রিয় গেম ‘গ্র্যান্ড থেফট অটো’র অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে মিউজিক ভিডিওতে। গানটি নিয়ে তাবিব সংবাদমাধ্যমকে বলেন, ‘গানের মাধ্যমেই আমি আমার মনের কথাগুলো তুলে ধরেছি। সবাই যা ভাবেন তা-ই গানের প্রতিটি লাইনে খুঁজে পাওয়া যাবে। আমি চাই সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসুক। এজন্য সকলকে সচেতন হতে হবে।’ প্রসঙ্গত, সমাজের নানা অসঙ্গতি, বঞ্চিতদের জন্য প্রতিবাদী স্বর আর অন্যায়-অবিচারের বিরুদ্ধে গান লিখে তাবিব দেশের সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিএসসিতে ফুল বিক্রি করতে আসা কামরাঙ্গির চরের রানার সাথে পরিচয়। সেখান থেকে রানাকে সাথে নিয়ে একের পর প্রতিবাদী গান করেছেন, যার শুরু ‘গালি বয় রানা’ গানের মাধ্যমে। তাদের গানে ফুটে ওঠে সমাজের বঞ্চিতদের হাহাকার।