January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:22 pm

ওটিটিতে জয়া ও মিমের নতুন দুই সিনেমা

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সিনেমাটির প্রিমিয়ারে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এর অন্যতম অভিনেতা আহমেদ রুবেল। মুক্তির পর অবশ্য প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি নুরুল আলম আতিক পরিচালিত এ সিনেমাটি। এবার এটি প্রকাশ হয়েছে ওটিটি প্ল্যাটফরে। গত বৃহস্প্রতিবার থেকে চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি উৎসর্গও করা হয়েছে আহমেদ রুবেলকে। এদিকে গত বৃহস্প্রতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে দেখা যাচ্ছে রায়হান রাফির স্বাধীনযুদ্ধভিত্তিক সিনেমা ‘দামাল’।

২০২২ সালে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। এবার প্রকাশ হলো ওটটিটিতে। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এ সিনেমায় কিংবদন্তি স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনার প্রমুখ।