অনলাইন ডেস্ক :
একজন লেখকের জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী বানিয়েছেন ‘কাগজ’। গল্পে ফুটে উঠেছে লেখকের জীবনের চাওয়া, না পাওয়া আর মনোবাসনার কথা। আজ বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুমা মম। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুনমুন মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। সিনেমাটিতে তিনটি গান রয়েছে।
গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্ণিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর। নির্মাতা বলেন, সিনেমাটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্ব ব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবেন। এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। সিনেমাটি নিয়ে তিনি বলেন, এই প্রথম ওটিটি প্ল্যাটর্ফমে আমার কোন কাজ যাচ্ছে। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী সবাই দীপ্ত প্লেতে কাগজ দেখবে।
আরও পড়ুন
সবাই এখন ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত…
বুয়েটের আবরারকে নিয়ে সিনেমার প্রিমিয়ার জাহাঙ্গীরনগরে
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ