অনলাইন ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই ১২টি আসরে রেকর্ডে বইয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বের বহু তারকা ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপের ব্যাটিং রেকর্ড:
সবচেয়ে বেশি রান : শচীন টেন্ডুলকার (ভারত)- ৪৫ ম্যাচে ২,২৭৮ রান, সেঞ্চুরি- ৬টি, হাফ-সেঞ্চুরি- ১৫টি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৩৭*, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
সর্বোচ্চ গড় (কমপক্ষে ১০ ইনিংস) : ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)- ১১ ইনিংসে ৩৭২ রান, গড়- ১২৪.০০
সর্বোচ্চ স্ট্রাইক রেট (কমপক্ষে ২০ ইনিংস) : ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ১২০.৮৪
সবচেয়ে বেশি সেঞ্চুরি : ৬টি করে, শচীন টেন্ডুলকার (ভারত) এবং রোহিত শর্মা (ভারত)
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি : ২১টি, শচীন টেন্ডুলকার (ভারত)
সবচেয়ে বেশি শূণ্য : ৫টি করে, নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) এবং ইজাজ আহমেদ (পাকিস্তান)
সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৯টি
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা : ইয়োইন মরগান (ইংল্যান্ড) ১৭টি, প্রতিপক্ষ- আফগানিস্তান, ভেন্যু- ম্যানচেষ্টার, সাল- ২০১৯
ইনিংসে সবচেয়ে বেশি চার-ছক্কা : মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৪টি চার এবং ১১টি ছক্কায় ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রান, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
এক আসরে সবচেয়ে বেশি রান : শচীন টেন্ডুলকার (ভারত), ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৭৩ রান, সাল- ২০০৩
আরও পড়ুন
সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের বড় সুখবর
হকি বিশ্বকাপে বাংলাদেশ, ‘স্বপ্ন নয়–সত্যি ও বাস্তব’
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৩ কোটি টাকায়