January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 2:06 pm

ওসমানী বিমানবন্দরে আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ট্রলি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, সকাল ৮টার দিকে কাতারের দোহা থেকে বিমানবন্দরে অবতরণকারী বিমানের একটি ফ্লাইট থেকে এক কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, আমাদের কাছে খবর থাকায় আগে থেকে সতর্ক ছিল কাস্টমস। বিমানটি বিমানবন্দরে পৌঁছলে যাত্রীরা বের হওয়ার পরও স্বর্ণের খোঁজ মিলেনি। এক পর্যায়ে বিমানের আবর্জনার স্ক্যান করে একটি বক্সের ভেতরে ১০ পিস স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিদেশ থেকে কারা চালানটি এনেছে, তা শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা।

—ইউএনবি