January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 8:14 pm

ওয়েল্ডিং থেকে তেল শোধনাগারে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে হলদিয়া জেলার একটি তেল শোধনাগারের ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৪ জন। গত মঙ্গলবার দুপুরে ওই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চলের তৃণমূলের অবজারভার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ জন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। কারখানায় কর্মরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে হলদিয়া তেল শোধনাগারের একটি টাওয়ারে আগুন ধরে যায়। সেই সময় ওই টাওয়ারে কয়েকজন কর্মী কাজ করছিলেন। জায়গাটিতে অতিদাহ্যপদার্থ থাকায় আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা এক শ্রমিক বলেন, গত কয়েক দিন ধরেই ওই টাওয়ারে শাটডাউনের কাজ চলছিল। কাজ করছিল মুম্বাইয়ের একটি সংস্থা। ঘটনার সময় ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে গিয়েই টাওয়ারে আগুন লেগে যায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা