কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার দুটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। মঙ্গলবার বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে বালুখালী এলাকার ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন।
স্থানীয় রোহিঙ্গারা জানান, মঙ্গলবার বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তে তা ছড়িয়ে পাশের ৬ নাম্বার ক্যাম্পেও।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা করছে। এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কোথা থেকে আগুন লেগেছে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন