জেলা প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে একটি পাহাড়ে দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ১০ বন কর্মকর্তা-কর্মচারী। শনিবার (৪ঠা সেপ্টেম্বর) ভোর ৭টায় রামুর জোয়ারিয়ানালার পূর্ব জোয়ারিয়ানালা ভিআইপি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল জব্বার, কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী, জয়নাল আবেদিন, জোয়ারিয়ানালা রেঞ্জের বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালী অসিত কুমার সরকারসহ ১০ জন। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে আতা এলাহী জানান, জোয়ারিয়ানালার বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে ঘর তৈরি করছিলেন কিছু ভূমিদস্যু। খবর পেয়ে গতকাল শনিবার ভোরে বন বিভাগের সদস্যরা সেখানে গিয়ে তাদের বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বন কর্মকর্তাসহ কয়েকজন কর্মীর ওপর হামলা করেন ভূমিদস্যুরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পর এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২