December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 8:23 pm

কনমেবল বাছাই পর্ব : সেরা একাদশে মেসিসহ চার আর্জেন্টাইন, ব্রাজিলের কয়জন?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের এক বছর পূর্তির আগেই আরেক বিশ্বকাপের দামাম বাজা শুরু। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর মাটিতে ২০২৬ সালে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ, যার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে এ মাসেই। বাছাই পর্বে শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ম্যাচেই জয়ের মুখ দেখেছে লিওনেল মেসির দল। দুই ম্যাচেই জয় পেয়েছে নেইমারের ব্রাজিলও। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান দখলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাছাই পর্বের প্রথম ম্যাচে নেইমার ও রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি রাফিনিয়ার একমাত্র গোলে বলিভিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল।

এরপরের ম্যাচে মার্কুইনিয়োসের একমাত্র গোলে জয় পায় পেরুর বিপক্ষে। তাতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে সেলেসাওরা। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষদলটি নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারায়। এরপরের ম্যাচে মেসিকে ছাড়াই ৩-০ গোলে হারায় বলিভিয়াকে। ব্রাজিলের সমান ৬ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা। তবে বাছাই পর্বের প্রথম দুই ম্যাচ শেষে কনমেবলের সেরা একাদশে আর্জেন্টাইন খেলোয়াড়দেরই জয়জয়কার। একাদশে সর্বোচ্চ সংখ্যক চারজন খেলোয়াড় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তারা হলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস ট্যাগলিয়াফিকো ও অ্যাঞ্জেল ডি মারিয়া। শীর্ষে থাকা ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন নেইমার ও রদ্রিগো। আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও কলম্বিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর ও ভেনেজুয়েলা থেকে একজন করে সুযোগ পেয়েছেন সেরা একাদশে।

গোলরক্ষক: কামিলো ভার্গাস (কলম্বিয়া);
ডিফেন্ডার: অ্যালেক্সান্ডার গঞ্জালেস (ভেনেজুয়েলা), ক্রিস্টিয়ান রোমেরো, ফেলিক্স তোরেস (ইকুয়েডর), নিকলাস ট্যাগলিয়াফিকো (আর্জেন্টিনা);
মিডফিল্ডার: মাথিয়াস ভিলাসান্তি (প্যারাগুয়ে), নিকলাস ডে লা ক্রুজ (উরুগুয়ে), রদ্রিগো (ব্রাজিল), অ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা);
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল)।