January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 7:25 pm

কবিতা আদান-প্রদানে সাবিলা-বাসারের প্রেম!

অনলাইন ডেস্ক :

একই বিশ্ববিদ্যালয় ও মহল্লায় বাস করেন সাবিলা নূর ও খায়রুল বাসার। দুজনের মধ্যে বেশ দুষ্টুমিষ্টি সম্পর্ক। একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। সেই সুযোগ আসে বিশ্ববিদ্যালয়ের কবিতা প্রতিযোগিতা আয়োজনে। সেখানেও জটিলতা; সাবিলা ছদ্মনাম ব্যবহার করেন। বেশ কিছুদিন তাঁদের মধ্যে কবিতার আদান-প্রদান চলতে থাকে। হঠাৎ করেই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এরপর কী হয় সাবিলা-বাসারের প্রেমের? সেই গল্প জানা যাবে এনটিভির ঈদ আয়োজনে। ‘কনফিউশন’ শিরোনামের নাটকের শুরুর গল্প এটি। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আজিজুল হাকিম, মারিয়া মিম, মিলি বাশার, সাদিয়া জান্নাত প্রমুখ। এক আলাপে পরিচালক জানিয়েছেন, ‘দর্শক নতুন এই জুটির একটি দুষ্টুমিষ্টি প্রেমের গল্প উপভোগ করবেন নাটকে।’