কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুমড়াকাপন ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) রাত ৮টায় কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল মামুন এর সার্বিক সহযোগিতায় কুমড়াকাপন এলাকায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ টূর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী নোমান আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মোতালেব ও খালেদ সাইফুল্লাহ এর যৌথ সঞ্চালনায় সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব আরমান হোসেন দুলন প্রমূখ।
সমাপনী খেলায় ট্রাইব্রেকারে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব রামপাশাকে ২-১ গোলে আর, কে ফাইটার্স ভানুগাছ দল পরাজিত করে। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও ক্যাশ মানি তুলে দেন। এ টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহন করে।
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দি দেবেন নাহিদ ইসলাম
পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক ক্যাপ্টেন মুনতাসির
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান