নিজস্ব প্রতিবেদক, রংপুর :
প্রান্তিক জনগোষ্ঠির ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিক হয়। সোমবার বিকালে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা এ অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ( সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি)। পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান টুকু, কম্পিউটার প্রশিক্ষনার্থী সানজিদা লিপি প্রমুখ।
এতে ৬ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে প্রান্তিক জনগোষ্ঠির বেসিক আইটির আওতায় ২০০জন কম্পিউটার প্রশিক্ষণার্থী সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেলিন বসুনিয়া ও পিএফ এর মোঃ স্বাধীন ইসলাম ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২