January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 19th, 2022, 8:28 pm

করোনা খুব শিগগিরই যাচ্ছে না : ফাউচি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি (৮১) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষে পদত্যাগ করবেন। ফাউচি সোমবার পলিটিকো ও সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। এন্থনি ফাউচি ১৯৮০ এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকবেলায় কাজ করে এসেছেন। তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারির আগের কোনো এক সময়ে তিনি ন্যাশনাল ইন্সষ্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (এনআইএআইডি)’র পরিচালকের পদ থেকে সরে দাঁড়াবেন। ফাউচি বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিএনএনকে তিনি বলেন, স্পষ্টতই আজীবন ধরে কেউ একই কাজ করবে না। আমি অন্য কিছু করতে চাই। পলিটিকোকে তিনি বলেন, কোভিড ১৯ এর শেষ দেখার জন্যে দীর্ঘ সময় এ পদে থাকার কোনো পরিকল্পনা তার নেই। কারণ এই রোগ খুব শিগগিরই যাচ্ছে না। ফাউচি বলেন, আমি মনে করি এর সাথেই আমাদের বসবাস করতে হবে। তিনি এনআইএআইডিতে ১৯৮৪ সাল থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের সময়কালে এ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, চীন থেকে প্রথমবারের মতো বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর ফাউচি নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত উৎস হয়ে উঠেছিলেন।