January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:23 pm

কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে যা বললেন অধরা

অনলাইন ডেস্ক :

চলতি প্রজন্মের গ্ল্যামারাস নায়িকা অধরা খান। এরইমধ্যে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শুধু তাই নয় এরইমধ্যে দেশের গন্ডি পেরিয়ে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছেন অধরা। মালদ্বীপ ও মুম্বইতে এরইমধ্যে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে কি অবস্থা? দিনকাল কেমন চলছে? অধরা বলেন, বেশ ভালো। কারণ কোভিডের কারণে মধ্যে অনেক সময় গেছে আমাদের। ক্ষতিও অনেক হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হওয়াতে আবার কাজ শুরু হয়েছে। এটা ভালো খবর। কলকাতার ছবিতে অভিনয় করে ফিরেছেন। কাজ কেমন হলো? এ নায়িকা বলেন, খুব ভালো হয়েছে কাজ। আমাদের এ ছবিটি পরিচালনা করছেন করুনাক্কর। খুব ভালো একটি টিম। গত মাসের ১৪ তারিখ থেকে মুম্বই শুটিং করেছি। এর আগে মালদ্বীপে হয়েছে শুটিং। প্রথমবারের মতো দেশের বাইরে কাজ করা হচ্ছে। অভিজ্ঞতা কেমন হলো? উত্তরে এ নায়িকা বলেন, কলকাতার এ ছবিতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। তারা অনেক বেশি প্রফেশনাল। তাই শিখা ও জানা হচ্ছে। তবে সবাই বন্ধুত্বপূর্ণ। সাপোর্ট পাচ্ছি সবার। ছবির গল্পেও টুইস্ট আছে। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। দেশের কাজের কি খবর? অধরা বলেন, সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবির কাজ শেষ করেছি। এটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’ এবং ‘উন্মাদ’ ছবির শুটিং করেছি। এগুলোর বাকি কাজ দ্রুত শুরু হওয়ার কথা। এ ছাড়া অহিদুজ্জামান ডায়ম-ের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ ছবির কাজও সামনে শুরুর কথা রয়েছে। ক্যারিয়ারের এ সময় এসে কেমন মনে হচ্ছে চলচ্চিতে ইন্ডাস্ট্রিকে? অধরা বলেন, আমার খুব বেশি সময় হয়নি চলচ্চিত্রে। সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা হয়েছে। তবে করোনার কারণে আমরা সবাই পিছিয়েছি। খুব গুরুত্বপূর্ণ দুটি বছর এমনিতেই চলে গেলো! অনেক ভালো ভালো কাজ হয়তো করা যেত এ সময়। তারপরও আবার কাজ শুরু হয়েছে। সবাই ব্যস্ত হচ্ছে। এটা ইতিবাচক দিক। আসলে সবার চেষ্টায় ইন্ডাস্ট্রি ভালো অবস্থায় যেতে পারে। আমি আশাবাদী এ ব্যাপারে। নিজেও চাইছি খুব ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে।