January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 4:22 pm

কলাপাড়ায় শিক্ষক দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রন করেন। পরে তারা কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এসে শিক্ষক এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোকলেছুর রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকি, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজর প্রভাষক মো.মোস্তাফিজুর রহমান, ধানখালী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, দৌলতপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন,খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, ইসমাইল তালুকদার ট্যাকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক সাঈদ আকন প্রমুখ। বক্তারা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার জোর দাবি জানান। সমাবেশের সঞ্চালনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক তায়েব আহমেদ সুমন। এর আগে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।