অনলাইন ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে পদদলিত হয়ে নববর্ষের দিনে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার ভোরে মাতা বৈষ্ণব দেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এইদিন দক্ষিণ জম্মু শহরের কাছে পার্বত্য শহর কাটরাতে হাজার হাজার হিন্দু ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছিল।
মহেশ নামের একজন জানিয়েছে, তীর্থযাত্রীরা মন্দিরের রুটে প্রবেশ ও প্রস্থান করার সময় একটি গেটের কাছে পদদলিত হয়।
প্রিয়ংশ নামে আরেক ভক্ত বলেছেন, তিনি ও নয়াদিল্লি থেকে আসা তার ১০ বন্ধু শুক্রবার রাতে মন্দির দেখতে এসেছিলেন এবং এই ঘটনায় তার দুই বন্ধু মারা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস