December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 7:40 pm

কিমকে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র দেখালো রাশিয়া

অনলাইন ডেস্ক :

সম্প্রতি রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেখানে এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে তার। এবার কিমকে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোম্বার দেখাল রাশিয়া। রাশিয়ার প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকো কিমের আর্টিওম শহরে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। জায়গাটি উত্তরাঞ্চলের ভ্লাদিভস্তক থেকে ৪০ কিলোমিটার দূরে। কোজেমিয়াকোর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়-হাস্যোজ্জ্বল কিম তার ব্যক্তিগত ট্রেনে চড়ে সেখানে যান।

এ সময় শিশুরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর্টিওমে পৌঁছানোর পরে কিম শহরের ঠিক বাইরে ভ্লাদিভস্টক বিমানবন্দরে যান। যেখানে তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও অন্য সিনিয়র সামরিক কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম-এমন কৌশলগত বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমান দেখান। পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পুতিন। বৈঠকে কিম পুতিনকে ‘পবিত্র যুদ্ধে’ (ইউক্রেন যুদ্ধ) রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।