কিরগিজস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দেশটির রাজধানীর পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ জানা গেলেও বিশকেকে অবস্থিত আতঙ্কিত বাংলাদেশি শিক্ষার্থীরা কয়েক সপ্তাহের জন্য দেশে ফিরতে চায়। তারা আপাতত অনলাইনে নিয়মিত ক্লাস করতে চায়।
এ বিষয়ে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সামিয়া কবির ইউএনবি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছি, কিন্তু আমাদের ফ্লাইটের সমসূচি নেই।’
‘সব বাংলাদেশি শিক্ষার্থীই এখন দেশে ফেরার চেষ্টা করছে’, বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনলাইনে ক্লাস করার কথা বলেছে বলেও জানান এই শিক্ষার্থী। পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিগগিরই একটি নোটিশ দেবে বলে জানান সামিয়া।
তিনি জানান, অন্যান্য দেশের শিক্ষার্থীরাও কিরগিজস্তান ছেড়ে যাচ্ছে।
সামিয়া বলেন, ‘যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তারপরও আমরা এখানে নিজেদের নিরাপদ মনে করছি না। শিগগিরই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা গেলে ভালো হবে।’
কিরগিজস্তানে স্বীকৃত উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও বাংলাদেশি শিক্ষার্থীদের এই মুহূর্তে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে যেকোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা খোলা জরুরি সেবা নম্বর +৯৯৮৯৩০০০৯৭৮০-তে যোগাযোগ করতে বলা হয়েছে।
শনিবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছে।
এ বিষয়ে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছে দূতাবাস।
উজবেকিস্তানে অবস্থানরত একজন বাংলাদেশি কূটনীতিক ইউএনবিকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, বাংলাদেশিরা অক্ষত রয়েছেন।’
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন