কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১০ পুলিশসদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ছয়সূতি ইউনিয়নের কাজল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও কাউসার মিয়ার ছেলে রেফায়েত মিয়া (২০)।
স্থানীয়রা জানান, বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের ডাকা ৩ দিনের দেশব্যাপী অবরোধের সমর্থনে বাসস্ট্যান্ডের কাছে সড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা।
এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে ৩ পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ১০ পুলিশসদস্যসহ ২০ জন আহত হন।
এ বিষয়ে ইউএনবি প্রতিবেদক একাধিক বার চেষ্টা করেও প্রশাসনের কারো সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হননি।
তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম দাবি করেছেন, নিহত দুজন বিএনপির কর্মী এবং তারা ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে রেফায়েত মিয়া ও বিল্লাল মিয়ার লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানান এবং ‘পুলিশের গুলিতে’ তাদের হত্যার তীব্র নিন্দা জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান