কুড়িগ্রামে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল ইস্কাফ বহন করার অভিযোগে জুলহাস ও মতিয়ার রহমানকে গ্রেপ্তারের দাবি করেছে জেলার নাগেশ্বরী থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন কাছারি পায়রাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস (৪০) ও মতিয়ার রহমান (৩০) ওই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বয়েজটারী গোপালপুর এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, মঙ্গলবার কাছারি পায়রাডাঙ্গা এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ জুলহাস ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
—–ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী