December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 11th, 2024, 9:08 pm

কুবি থেকে সরানো হলো শেখ হাসিনার ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের আবেদনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল অপসারণ করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা হলের সামনে থেকে ম্যুরালটি অপসারণ করে প্রশাসন।

গত ৪ নভেম্বর হলটির আবাসিক শিক্ষার্থীরা হলের বর্তমান নাম (শেখ হাসিনা হল) পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ করার পাশাপাশি শেখ হাসিনার ম্যুরাল অপসারণের দাবি জানান। এ নিয়ে প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেন তারা।

সেই আবেদনের পরই ম্যুরালটি অপসারণ করা হলো।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. শাহীনুর বেগম বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়েছিলাম। ম্যুরাল অপসারণ করা হয়েছে। আর হলের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হলে তারপর বলা যাবে।

এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
গত বছর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে তৎকালীন হল প্রশাসন ম্যুরাল তৈরি করে। একই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে এই ম্যুরাল উদ্বোধন করা হয়।