January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 19th, 2023, 8:35 pm

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুমিল্লায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মে) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচরে এঘটনা ঘটে।

নিহত এনামুল হক আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল বলেন, জুমার নামাজ শেষে এনামুল বের হলে প্রতিপক্ষের লোকজন এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে নিয়ে যায়। সেখানে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার গলায় ও ঘাড়ে ছুরি চালায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে হাসপাতালে এনামুল মারা যায়।

তিনি আরও জানান, স্থানীয় কিছু লোকের সঙ্গে এনামুলের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এই নিয়েই ঘটনার সূত্রপাত বলে তার ধারণা।

কুমিল্লার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এনামুলকে। আমরা ঘটনাস্থলে আছি। শুনেছি স্থানীয় কয়েকজনের সঙ্গে এনামুলের জায়গা-জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনার পরেই তারা আজ তার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। তারা এলাকা ছেড়ে পালিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

—ইউএনবি