January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 8:25 pm

কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় বুধবার সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম জানান, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেল সাইকেল পুড়িয়ে দেয়া হয়।

তিনি বলেন, বেলা ১১টার দিকে নাঙ্গলকোট সদরের লোটাস চত্বরের কাছে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করতে জড়ো হন। একই সময় নাঙ্গলকোটের রেলস্টেশন এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

—-ইউএনবি