January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 7:29 pm

কুমিল্লায় ডাকাত সন্দেহে গনপিটুনীতে নিহত ২, আহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর):

কুমিল্লা মুরাদনগরের দারোরা ইউপির পালাসুতা গ্রামে বিভিন্ন মসজিদের মাইকে প্রচার করে ঘেরাও করে ৩জনকে ডাকাত সন্দেহে গণধোলাইয় দেয় স্থানীয়রা। এ ঘটনায় ২ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়। এ দিকে বিকেলে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে গতরাতে পিটিয়ে হত্যা করা হয় নুরু ও ইসমাইল নামে দুইজনকে। আহত হয় শাহজাহান নামে আরো একজন। আহত শাহজাহান জানান, রাজমিস্ত্রীর কাজের খোঁজে ইসমাইলের সাথে এই গ্রামে আসে।
শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। এসময় তিনি জানান, অভিযুক্তদের ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আগে কিছু নিশ্চিত বলা যাবে না।
গ্রামবাসীর দাবি, গত ১৫ দিনে দারোরা ইউপির বেশ কয়েকটি বাড়িতে চুরি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঠেকাতে এলাকাবাসী রাতে পালা করে পাহারা দিয়ে আসছিলো।