অনলাইন ডেস্ক :
কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সিএনজি অটোরিকশার চালক নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার শাহাদাত হোসেন ও মনোহরগঞ্জ খিলা গ্রামের মো. রাফি। নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল জানান, সকালে কুমিল্লামুখী যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ও দুজন আহত। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠেয়েছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন